জয়পুরহাট পৌরসভা নির্বাচনে ২২ মেয়র প্রার্থী
এসএস মিঠু , জয়পুরহাট প্রতিনিধি: আজ বৃহস্পতিবার জয়পুরহাট জেলার তিনটি পৌরসভায় মেয়র পদে মোট ২২জন এবং কাউন্সিলর (সাধারন) পদে ১শ’৪৩ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৫০জন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট তাদেও মনোনয়নপত্র দাখিল করেছেন।
উল্লেখিত তিন পৌরসভায় ক্ষমতাসীন আ’লীগের মেয়র পদে ৩জন, আ’লীগের বিদ্রোহী (স্বতন্ত্র)প্রার্থী ৪জন,বিএনপির ৩জন,বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র)প্রার্থী ২ জন,জাতীয় পার্টির ৩জন, জাসদের ১জন,জামায়াতের ১জন ও দলহীন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৫জন। এর মধ্যে জয়পুরহাট পৌরসভায় মেয়র পদে ৯জন, আক্কেলপুর পৌরসভায় ৬জন ও কালাই পৌরসভায় ৭জন মেয়র প্রার্থী রয়েছেন। এ ছাড়া জয়পুরহাট পৌরসভায় কাউন্সিল (সাধারন) পদে ৬৯জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৯জন ,আক্কেলপুর পৌরসভায় কাউন্সিলর পদে ৪০ জন ওসংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৯জন এবং কালাই পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে ৩৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১২ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন।
এর মধ্যে জেলা সদরের জয়পুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসাবে পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, বিএনপির জেলা কমিটির সদস্য প্রার্থী অধ্যক্ষ সামছুল হক, জাসদের আমেজ উদ্দিন,বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির দেওয়া মো: বদিউজ্জামান, শহর জামায়াতের আমীর হাসিবুল আলম ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী- নন্দলাল পার্শী রয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র হিসেবে খন্দকার সাজ্জাদ আহমেদ ময়না ও সাজ্জাদ বিন আলীম তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া ওই পৌরসভায় কাউন্সিল পদে ৬৯জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৯জন রয়েছেন।
৩ ডিসেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস
�