পাঁচবিবির পল্লীতে ১শ’৮৬টি পরিবারে নতুন বিদ্যুত সংযোগ প্রদান
এসএস মিঠু, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার ঘোড়াপা গ্রামে জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে মোট ১শ’৮৬ টি পরিবারের মাঝে নতুন বিদ্যুত সংযোগ প্রদান করা হয়েছে। এর মধ্য দিয়ে ওই এলাকাবাসীর র্দীঘ দিনের প্রানের দাবি পুরন হলো।
আজ শুক্রবার দুপুর ১২টায় ওই গ্রামে নতুন বিদ্যুতায়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এবং জয়পুরহাট জেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট সামছুল আলম দুদু।
ওই সময় ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাঁচবিবি পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম শফিউল আলম, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, পাঁচবিবি উপজেলা আ’লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল প্রমুখ। নতুন বিদ্যুৎ সংযোগ পেয়ে ওই গ্রামের মানুষের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়।
৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস
�