জয়পুরহাট জেলার ৩ পৌরসভা নির্বাচনে বৈধ প্রার্থী ২১২জন
এসএস মিঠু ,জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে জেলার জয়পুরহাট সদর,আক্কেলপুর ও কালাই- এ তিনটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোট ২২জন, কাউন্সিলর (সাধারন) পদে ১শ’৪১ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪৯জন প্রার্থীকে বৈধ ঘোষনা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। রোববার বাছাইয়ের দ্বিতীয় দিনে উল্লেখিত তিন পৌরসভায় মেয়র পদে একজনেরও মনোনয়ন বাতিল হয়নি।
তবে ঋণ খেলাপি ও জমা দেয়া কাগজপত্রে ভুলত্রুটি থাকার কারনে কালাই পৌরসভার দুই কাউন্সিলর (সাধারন) এবং ঋণ খেলাপির কারনে আক্কেলপুর পৌরসভার একজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থীর মনোনায়ন বাতিল হয়ে গেছে।উল্লেখ্য,গত বৃহস্পতিবার জেলার জয়পুরহাট,আক্কেলপুর ও কালাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোট ২২জন, কাউন্সিলর (সাধারন) পদে ১শ’৪৩ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৫০জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস
�