জয়পুরহাট থেকে : স্বামী মামুনকে খুঁজে পেতে স্টেশনে ঘুরে বেড়াচ্ছেন জয়পুরহাটের জামালগঞ্জ স্টেশন সংলগ্ন মহল্লার গৃহবধূ নাসিমা। আজ মঙ্গলবার (১৯ মার্চ) সকালে কলেজপড়ুয়া ছেলেকে সাথে নিয়ে স্বামীকে পার্বতীপুরে খুঁজতে এসে কান্নায় ভেঙে পড়েন ওই নারী।
এই প্রতিবেদককে নাসিমা বলেন, 'গত ১৯ দিন ধরে আমার স্বামী নিখোঁজ। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি। মনে করেছি সে হয়তো রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে গেছে। সে ঘুমের মধ্যে নাক ডাকতো, আমার ঘুম হতো না। এই নিয়ে মাঝেমধ্যে ঝগড়া হতো। তবে নিখোঁজ হবার এক-দুইদিন আগে কোনো রকম ঝগড়া হয়নি।'
পার্বতীপুর রেলওয়ে জংশনের এক নম্বর প্ল্যাটফরমে বসে কান্নারত অবস্থায় বিলাপ করছিলেন তিনি। ধাতস্থ হয়ে জানান, বিভিন্ন জন তার স্বামীকে নাকি পার্বতীপুরে ঘোরাঘুরি করতে দেখেছে। এজন্য আজ সকালে তিনি এখানে আসেন।
নাসিমা বলেন, 'জামালগঞ্জ থেকে পার্বতীপুরে অনেকে ব্যবসা করতে আসে তারা নাকি আমার স্বামীকে দেখেছে, এজন্যই আজ ছেলেকে সাথে নিয়ে এসেছি। এর আগে আরো বিভিন্ন স্টেশনে গিয়ে এভাবেই খুঁজেছি।'
কারো সঙ্গে মামুনের শত্রুতা নেই উল্লেখ করে নাসিমা বলেন, 'তার সাথে আমার ঝগড়া হতো কিন্তু বাইরের মানুষের সাথে তার কখনোই দ্বন্দ্ব তৈরি হয়নি। সে ভ্যান (রিকশা ভ্যান) নিয়ে বাসা থেকে বের হতো, ভ্যান নিয়েই ফিরতো। ১৯ দিন আগে ভ্যান নিয়েই বেরিয়েছিল।'
থানায় সাধারণ ডায়েরি করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভাই এসব কিছু বুঝি না। কী করতে হবে আমাকে বুঝিয়ে দেন আমি করবো। আমার স্বামীকে ফিরে পেতে চাই আমি।