রবিবার, ১১ আগস্ট, ২০১৯, ০২:২৩:৩৫

ট্রেনে পাথড় ছুড়ে পালানোর সময় আটক ২, মুচলেকা দিয়ে মুক্তি

ট্রেনে পাথড় ছুড়ে পালানোর সময় আটক ২, মুচলেকা দিয়ে মুক্তি

জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ছাদে পাথর ছুড়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দুই তরুণকে ধরে ফেলে। পরে তাদেরকে আক্কেলপুর রেলস্টেশনের অফিস কক্ষের ভেতরে ঘণ্টাব্যাপী আটক করে রাখে। একজনের অভিভাবকের উপস্থিতিতে স্টাশন মাস্টারের কাছে মুচলেকা দিয়ে ছাড়া পান তারা। ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকালে জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনে।

প্রত্যক্ষদর্শী ও আক্কেলপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, ঢাকার কমলাপুর রেলস্টেশনে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ছাদে ওঠা নিয়ে একজন যাত্রীর সাথে তাদের কথাকাটাকাটি হয়। ট্রেনটি আক্কেলপুর রেলস্টেশনে যাত্রাবিরতির জন্য দাঁড়ালে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ওই দুই যাত্রী উক্ত ব্যক্তিকে মারপিট করে ট্রেনের ছাদ থেকে নিচে নামে। 

এর পরে তারা ট্রেনের ছাদে পাথর ছুড়তে থাকে। এ সময় স্থানীয়রা এগিয়ে আসতে দেখে তারা পালিয়ে যাওয়ার সময় তাদেকে ধরে পিটুনি দেয় স্থানীয়রা। পরে তাদেরকে স্টেশন মাস্টারের কক্ষে আটক করে রাখা হয়। এক ঘণ্টা পরে আটক দুই ব্যক্তির একজনের অভিভাবকের মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। ট্রেনটি আক্কেলপুর রেলস্টেশনে আজ  রবিবার সকাল সাড়ে ৬টার দিকে যাত্রাবিরতি করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে