বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১, ০৫:৩৪:৫১

ছিনতাইকারীদের হাতে পিস্তল-হ্যান্ডকাফ, কোমড়ে ওয়্যারলেস!

ছিনতাইকারীদের হাতে পিস্তল-হ্যান্ডকাফ, কোমড়ে ওয়্যারলেস!

জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশ পরিচয়ে একটি ওষুধ কম্পানির গাড়ি থামিয়ে এক লাখ ১৯ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সন্ধ্যায় পাঁচবিবি-বারোকান্দি সড়কের বহরমপুর এলাকায় ছিনতায়ের এ ঘটনা ঘটেছে। কম্পানির গাড়ি চালক সুইট হোসেন সরদারের অভিযোগের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার পুলিশ মামলা রেকর্ড করেছে।

মামলা সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার দিকে কম্পানির গাড়িচালক সুইট হোসেন ও ডেলিভারিম্যান খায়রুল ইসলাম ওষুধ সরবরাহ ও টাকা উত্তোলন করে ফিরছিলনেন। তাদের গাড়ি পাঁচবিবি-বারোকান্দি সড়কের বহরমপুর এলাকায় পৌঁছলে একটি মোটরসাইকেলে করে তিনজন ব্যক্তি গাতিরোধ করে। 

এ সময় তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দেয়। তারা গাড়িতে মাদক রয়েছে দবি করে তল্লাশি শুরু করে। কিছু না পেয়ে চালকের আসনে রাখা টাকার ব্যাগ নিয়ে থানায় যেতে বলে। এ সময় ডেলিভেরিম্যানকে তারা তাদের মোটরসাইকেলে উঠতে বলেন। গাড়িচালক গাড়তে উঠলে তারা ডেলিভেরিম্যানকে ধাক্কা দিয়ে ফেলে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ব্যাগে এক লাখ ১৯ হাজার ৭০০ টাকা ছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে

এ সময় ছিনতাইকারীদের একজনের পরণে পুলিশের লোগো সম্বলিত সাদা গেঞ্জি, কোমরে রাখা ওয়্যারলেস সেট ও পিস্তল ছিল। অন্য একজনের কাছে হ্যান্ডকাফ এবং বাকীজনের কাছে কোর্টফাইল ছিল।

পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, পুলিশ সেজে ছিনতাইকারীদের আটক করতে আমরা অভিযান শুরু করেছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে