জয়পুরহাটর : শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে মারা গেছেন বছর সত্তরের এক মহিলা। ঘটনা ঘটেছে জয়পুরহাটরে পাঁচবিবি উপজেলার শালপাড়া গ্রামে।
পাঁচবিবি থানার ওসি (তদন্ত) কিরন কুমার জানান, রোববার গভীর রাতে শীত নিবারণে পাতিলে কয়লার আগুন নিয়ে তার পাশে ঘুমিয়ে পড়েন বৃদ্ধা আছিয়া বেগম। ঘুমন্ত অবস্থায় কোনো এক সময় তার শরীরের কাপড়ে আগুন লেগে যায়।
তার আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলেও আছিয়া বেগমকে বাঁচানো সম্ভব হয়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর