এমটিনিউজ২৪ ডেস্ক : জয়পুরহাট জেলা শহরের মুসলিমনগর এলাকায় রায়হান বীজ ভাণ্ডারের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক জানাতে পারেনি ওই প্রতিষ্ঠানের মালিক।
শুক্রবার (৮ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে দুই ঘণ্টাব্যাপী কাজ করেন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের সদস্যরা।
স্থানীয় বাসিন্দা মাহিরুল ইসলাম বলেন, রাত ৯টা ৫০ মিনিটের দিকে দূর থেকে ওই বীজ ভাণ্ডারের গুদামে আগুন দেখা যাচ্ছিল। পরে বীজ ভাণ্ডার গুদাম মালিককে কল করে বিষয়টি জানাই। এরপর তারা আসেন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আসেন।
রায়হান বীজ ভাণ্ডারের মালিক বেলাল শেখ বলেন, গুদামের ভেতরে সব বীজ ছিল। লেভেলগুলো পুড়ে গেছে। এখন বীজ কি পরিমাণ পুড়ে গেছে তা বলা যাচ্ছে না। তাই এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। আর আগুন কীভাবে লাগল তা বলা যাচ্ছে না। এর আগেও একবার আগুন লেগেছিল। সেসময় প্রায় দশ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছিল।
জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শরীফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ১০টা ৫ মিনিটের দিকে এখানে আসি। ভেতরে অনেক বীজ ছিল। গুদামের দরজা একটা ধোঁয়া বের হতে পারে না। এজন্য আগুন নেভাতে কষ্ট হয়। সেখানে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না। কি কারণে আগুন লেগেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। কি পরিমাণ বীজ ছিল সেটি মালিক পক্ষ জানায়নি। সেটিও তদন্ত সাপেক্ষ।