জয়পুরহাট : পেট্রোল দিয়ে জামাইয়ের গায়ে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। শশুরবাড়ির লোকদের দেয়া আগুনে দগ্ধ হয়েছেন আবু হাসান (৪০) নামে এক লোক। বৃহস্পতিবার রাতে জয়পুরহাট জেলার সদরের ভাদসা গ্রামে এ ঘটনা ঘটে। আবু হাসান নওগাঁর বদলগাছি উপজেলার জয়েন উদ্দিনের ছেলে।
জয়পুরহাট সদর থানার এসআই রেজাউল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে কিছুদিন আগে আবু হাসানের স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এ ব্যাপারটি মীমাংসার জন্য বুধবার ভাদসা গ্রামে তার শ্বশুরবাড়িতে যান তিনি। বৃহস্পতিবার রাতে সেখানে সালিশ বসে। এক পর্যায়ে সমাধান না হওয়ায় বৈঠক থেকে হাসান চলে যেতে চাইলে শ্বশুরবাড়ির লোকজন পেছন থেকে তার গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয়রা অগ্নিদগ্ধ হাসানকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে বগুড়া মেডিকেলে পাঠানো হয়। তার শরীরের অন্তত ৫০ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।
১৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস