রবিবার, ১২ জুন, ২০১৬, ০৯:০৯:৩৮

ভোটে জয়ী হয়েও ভাগ্যের কাছে হেরে গেলেন সেই চেয়ারম্যান

ভোটে জয়ী হয়েও ভাগ্যের কাছে হেরে গেলেন সেই চেয়ারম্যান

জয়পুরহাট : সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোটে জয়ী হয়েছেন তিনি। কিন্তু এই জয়ই যেন তার বিপদ ডেকে আনল। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র ও গুলি করে তাকে। গুরুতর আহত জয়পুরহাটের সদর উপজেলার ভাদসা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদ মারা গেছেন।

শনিবার ভোরে ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গত ৪ জুন রাত ১০টার দিকে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান একে আজাদ একজন সঙ্গীসহ মোটরসাইকেলে রাত ১১টার দিকে নিজ বাড়িতে ফেরার পথে গোপালপুর বাজারের অদূরে দুর্বৃত্তদের হামলার শিকার হন। এ সময় তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর তার পেটে গুলি করে। তাকে বাঁচাতে গেলে দুর্বৃত্তরা নয়ন চন্দ্র নামে এক পথচারীকেও গুলি করে পালিয়ে যায়।

তাদের দুজনকে গুরুতর আহত অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়ার পর তাদের অবস্থার অবনতি হলে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাদের ঢাকা স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
১২ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে