মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৪৪:৩৫

জয়পুরহাটের শীর্ষ সন্ত্রাসী সজল গুলিবিদ্ধ

জয়পুরহাটের শীর্ষ সন্ত্রাসী সজল গুলিবিদ্ধ

এসএস মিঠু ,জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবির বাগজানা চম্পাতলী ব্রিজ এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সজল হোসেন নামের জেলার তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল জানান, মঙ্গলবার বিকালে পাঁচবিবি উপজেলার রাধানগর এলাকা থেকে ২৫পিস ইয়াবা সহ সজল হোসেন ও প্রিন্স নামে দুই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। পরে রাতে সজল হোসেনকে নিয়ে মাদক ও ইয়াবা উদ্ধারে একই উপজেলার বাগজানা চম্পাতলী ব্রিজ এলাকায় গেলে আগে থেকে ওত পেতে থাকা সজলের সহযোগী সন্ত্রাসী ও মাদক ব্যাবসায়ীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোঁড়ে এবং তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। আন্তরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। বন্দুকযুদ্ধের এক সময় সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে সজল হোসেন মারান্তক আহত হয়। ওই সময় পুলিশ ঘটনাস্থল থেকে ২৫বোতল ফেন্সিডিল, সামুরাই, হাসুয়া সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে।

আহত সজল হোসেনকে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ সজলের বিরুদ্ধে জয়পুরহাট সদর, পাঁচবিবি সহ বিভিন্ন থানায় কমপক্ষে ২০টি মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের মামলা রয়েছে।সজল হোসেন জেলা শহরের বিশ্বাসপাড়া এলাকার মৃত আক্কাস বিশ্বাস এর ছেলে এবং প্রিন্স একই এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে।

৫আগস্ট, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে