শুক্রবার, ০৫ আগস্ট, ২০১৬, ০৮:৪৩:২৮

বিদ্যুৎ সংযোগ উদ্বোধন মঞ্চেই বিদ্যুতায়িত হয়ে ২ শিশুর মৃত্যু

বিদ্যুৎ সংযোগ উদ্বোধন মঞ্চেই বিদ্যুতায়িত হয়ে ২ শিশুর মৃত্যু

জয়পুরহাট : বিদ্যুৎ সংযোগ উদ্বোধন মঞ্চেই বিদ্যুতায়িত হয়ে মারা গেছে ২ শিশু।  ঘটনাটি ঘটেছে
 জয়পুরহাটের পাঁচবিবিতে পল্লীবিদ্যুৎ সমিতির বিদ্যুৎ সংযোগ দেয়ার কর্মসূচি মঞ্চে।  

এ কর্মসূচির উদ্বোধন করার কথা ছিল জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সামছুল আলম দুদুর। স্থানীয়দের ধারণা, নাশকতার উদ্দেশ্যে এমন কাজটি করা হতে পারে।

শুক্রবার দুপুরে উপজেলার সোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ওই শিশু হলো সোনাপাড়া গ্রামের মাহমুদুল ইসলামের ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র মাহিন (১০) এবং একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র সোহাগ (৮)।

স্থানীয়রা জানান, পল্লীবিদ্যুৎ সমিতির আওতায় পাঁচবিবির সোনাপাড়া গ্রামের ৭০টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়ার কর্মসূচি ছিল।  সোনাপাড়া এবতেদায়ী মাদ্রাসা মাঠে এ উপলক্ষে একটি মঞ্চ তৈরি করা হয়।

তারা জানান, মঞ্চটি তৈরি করে নূর আমিন ডেকোরেটর।  মঞ্চে মাইক ও ফ্যান ব্যবহার করার জন্য পাশে একটি রাইস মিল থেকে বিদ্যুৎ সংযোগ নেয়া হয়।  

‌‘এ সময় কিছু তার মঞ্চের লোহার সিঁড়ির কাছে ছিল। এতে মঞ্চ বিদ্যুতায়িত হয়ে পরে।  সেখানে বিদ্যুৎস্পর্শে দুই শিশুর মৃত্যু হয়’, জানান তারা।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, বিদ্যুৎস্পর্শে ওই দুই শিশুর চিৎকারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে তাদের স্থানীয় মহিপুর হাসপাতালে নেয়া হয়।  সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ঘটনার পর থেকে ডেকোরেটরের মালিক নূর আমিন পলাতক রয়েছেন।  তার ভাই শিবির নেতা বাবু নাশকতা মামলার আসামি।  তিনি কারাগারে আটক রয়েছেন।

পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম শফিকুল আলম জানান, ঘটনাটি নাশকতা কি-না তদন্ত করে দেখবো।

এ ব্যাপারে সংসদ সদস্য সামছুল আলম দুদু সাংবাদিকদের জানান, আরো দুটি কর্মসূচি শেষ করে ওই মঞ্চে উঠার কথা ছিল।  এর মধ্যে জুমার নামাজের সময় হওয়ায় মসজিদে চলে যাই।  এরপর এ ঘটনা ঘটে।
৫ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে