নিউজ ডেস্ক: মা-বাবার খোঁজে সুইজারল্যান্ড থেকে বাংলাদেশে আসা রওফিকে নিজের সন্তান বলে দাবি করছেন উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের দড়ি কিশোরপুর শেখের খামার গ্রামের বৃদ্ধা রহিতন বেওয়া (৭৭)।
এ সময় তিনি ফেসবুকে নিজের সন্তানের শিশু বয়সের ছবি দেখতে পেয়ে হাউ-মাউ করে কেঁদে ওঠেন।
নিজের সন্তান বলে দাবি করা রহিতন বলেন, খোদেজার নাম ছিল শাহেরা খাতুন। সে ছিল তাদের বড় সন্তান। বড় মেয়ে শাহেরা ওরফে খোদেজা, ছোট মেয়ে সাইবেনি ও ছোট ছেলে রফিকুল ইসলাম।
রহিতন কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার যতটুকু মনে আছে, ৭৪ সালে দূর্ভিক্ষের সময় আমার বড় মেয়ে শাহেরা ওরফে খোদেজা হারিয়ে যায়। শাহেরার চোখের নিচে একটি তিলকের চিহ্ন রয়েছে বলে তিনি জানান।
সে সময় উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ খবর নিয়েও তাকে পাওয়া যায়নি। এক পর্যায়ে তিনি কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলেন।
তাদের সেই সময়ের প্রতিবেশি বিবিজান (৭০), জহুরা বেওয়া (৮০), শাহিদা বেগম (৬৫) ও লাইলী বেগম (৬৮), সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শাহেরা ওরফে খোদেজার শিশু বয়সের ছবি দেখে তাকে হারিয়ে যাওয়া খোদেজা বলে দাবি করেন।
গত শুক্রবার (২৫ জানুয়ারী) রহিতন বেওয়া ও তার পুত্র রফিকুল ইসলাম শাহেরার সাথে দেখা করার জন্য কুড়িগ্রাম জেলা প্রশাসকের বাসভবনে গিয়ে জানতে পারেন খোদেজা ও তার স্বামী ঢাকায় চলেন গেছেন।
এ খবর শুনে রহিতন বাড়িতে ফিরে আসেন এবং মেয়ের জন্য আর্তনাদ করে কাঁদতে থাকেন। এলাকাবাসী অনেকে জানায়, গত ২২ জানুয়ারী খোদেজা তার নিজ গ্রামে এসে তার পিতা-মাতাকে খুঁজে না পেয়ে চলে যান। বর্তমানে খোদেজা ও তার স্বামী ঢাকায় রয়েছেন বলে একটি সূত্র জানা গেছে।