কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ীতে কী'টনাশ'ক পান করে আসাদুল হক (৩২) নামের এক ব্যক্তি আ'ত্মহ'ত্যা করেছেন। পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে তিনি নিজ বাড়িতে কী'টনাশ'ক পান করেন।
মৃত ওই যুবক উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডল গ্রামের আবের আলীর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, স্ত্রী থাকার পরও অন্য নারীর সঙ্গে পরকীয়ায় লি'প্ত ছিলেন এক সন্তানের জনক আসাদুল। একমাস আগে তাদের মধ্যে মনোমালিন্য হলে বাবার বাড়ি চলে যান তার স্ত্রী। এরপর অনেক চেষ্টা করলেও স্ত্রীকে ফিরিয়ে আনতে পারেননি স্বামী আসাদুল।
স্ত্রীকে নিজ বাড়িতে আনতে না পেরে সোমবার দুপুরে অভিমান করে ঘরে রাখা কী'টনাশ'ক পান করেন তিনি। তার বি'ষ পানের বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) একরামুল হক জানান, পরিবারের অভিযোগ না থাকায় ম'রদেহ দা'ফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।