রবিবার, ০২ এপ্রিল, ২০২৩, ১১:১২:৪৯

মেহেরপুরে একসঙ্গে নয়জনকে মৃ'ত্যুদ'ণ্ডের আদেশ

মেহেরপুরে একসঙ্গে নয়জনকে মৃ'ত্যুদ'ণ্ডের আদেশ

এমটিনিউজ২৪ ডেস্ক : মেহেরপুরে এই প্রথম হ'ত্যা মামলায় একসঙ্গে নয়জন আসামিকে মৃ'ত্যুদ'ণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ আদেশ দেন।

মৃ'ত্যুদ'ণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে ছয় মাস করে বিনাশ্রম কারাদ'ণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মৃ'ত্যুদ'ণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার গাংনী উপজেলার কাজিপুর গ্রামের কিয়ামত আলীর ছেলে আব্দুল হালিম, একই গ্রামের আসের হালসানার ছেলে আতিয়ার রহমান, আব্দুল জলিলের ছেলে জালাল উদ্দিন, নজির আলীর ছেলে শরিফুল ইসলাম, দবির উদ্দিনের ছেলে শরিফ হোসেন, নবীর উদ্দিনের ছেলে দবির উদ্দিন, আফেল উদ্দিন ওরফে আফেল সরদারের ছেলে আজিজুল হক, দাবির উদ্দিনের ছেলে ফরিদ হোসেন এবং মুনসুর আলীর ছেলে মনিরুল ইসলাম মনি। দণ্ডিতদের মধ্যে জালাল উদ্দীন পলাতক।

মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ৫ জুন গাংনীর কাজিপুর এলাকায় চোরাচালানীদের ফে'নসি'ডিলের একটি বড় চালান ধরা পড়ে। ফে'নসি'ডিল ধরিয়ে দেওয়ার সঙ্গে সম্পৃক্ততা আছে এমন সন্দেহ করা হয় কিয়ামুদ্দীনের ছেলে আবুজেল (৩৫) ও রফিকুল ইসলামকে (৪০)। 

ওই ঘটনাকে কেন্দ্র করে ১৫ জুন রাতে বিষয়টি মীমাংসা করবে বলে দুই ভাইকে মোবাইল ফোনে ডেকে নেন আসামিরা। পরের দিন সকালে ভারত সীমান্তের ১৪৫ নং/এস-৬ নং সীমানা পিলারের কাছ থেকে বাংলাদেশ অংশে তাদের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। পরে দুই ভাইকে হ'ত্যার ঘটনায় নি'হতের বোন জরিনা বেগম বাদী হয়ে মামলা করেন।

জেলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক জানান, এই প্রথম জেলায় একসঙ্গে নয়জনের ফাঁ'সির আদেশ হলো। এদিকে রায় ঘোষণার পর মামলার বাদী জরিনা বেগম সন্তোষ প্রকাশ করে বলেন, এমন আদেশ শোনার অপেক্ষায় ছিলাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে