শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সংগঠনের বই বিতরণকালে সামসুদ্দোহা সেলিম (৬৫) নামে এক জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল সাবরেজিস্ট্রার অফিস থেকে তাকে আটক করা হয়। সামসুদ্দোহা সেলিম জামায়াতের রোকন ও উপজেলার সাতগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি বলে জানা যায়। তিনি উপজেলা লৈয়ারকুল এলাকার আলী করিমের ছেলে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার এসআই তীর্থঙ্কর বলেন, সংবাদ পেয়ে আমরা জামায়াতের একজন সদস্যকে আটক করি। তার কাছ থেকে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বক্তব্য ও সংগঠন পদ্ধতির বই, সদস্য ফরম এবং সংঠনের প্রচারপত্র পাওয়া যায় বলে জানান। তিনি আরও জানান, তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।