মৌলভীবাজার: মৌলভীবাজার শ্রীমঙ্গলে নিম্নমানের ইফতারি বিক্রির অভিযোগ নিয়ে সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। এসময় দোকান ভাঙচুর এবং নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ছয়টায় শ্রীমঙ্গল কালিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেক। তবে তিনি এ সংঘর্ষে একজন আহত হওয়ার কথা বলছেন।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত রিপন হোটেলের মালিক রিপন মিয়া জানিয়েছেন, শুক্রবার ইফতারের কিছু সময় আগে লিটন নামের এক ব্যক্তি হোটেলে এসে পেঁয়াজু কিনতে চায়। এ সময় কয়েকটি পেঁয়াজু হাতে নিয়ে নিম্নমানের তৈরি বলে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ নিয়ে কথা বললে আরো ক্ষিপ্ত হয়ে উঠে চলে যান। পরে দশ বারোজনের একটি দল নিয়ে এসে হোটেলে অতর্কিত হামলা চালায়। এতে রিপন হোটেলসহ পাশাপাশি দুটি হোটেল ভাংচুর ও ক্যাশের টাকা লুট করে।
স্থানীয় লোকজন জানান, সংঘর্ষ চলাকালে কালিঘাট এলাকার স্থানীয় আরিফ নামে এক ব্যক্তি আক্রান্ত হন। প্রচার হয় হোটেল মালিকের আক্রমণে তিনি আহত হয়েছেন। এতে স্থানীয় লোকজন আরো উত্তেজিত হয়ে আক্রমণ চালায় রিপন হোটেলে। আহতদের শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
স্থানীয়রা জানিয়েছেন, সংঘর্ষে ইটপাটকেল এর আঘাতে পুলিশসহ অন্তত সাতজন আহত হয়েছেন। তবে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একজন আহত হওয়ার কথা স্বীকার করলেও কোনো পুলিশ আহত হয়নি বলে জানিয়েছেন। এ ব্যাপারে রিপন হোটেল মালিক থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।