মোঃ আহাদ, মৌলভীবাজার প্রতিনিধিঃ আজ বিকাল ৩ ঘটিগার সময় মৌলভীবাজার বাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাতে দুই ডাকাত কে আটক করা হয়। গোপন সংবাদের ভিক্তিতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) কে এম নজরুল, এস আই সৈয়দ মাহবুবুর রহমান, সহ দুই ডাকাত কে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, মাইজদিহি রাবার বাগানের আকবর মিয়ার বাড়ীর সংলগ্ন রাস্তা থেকে ডাকাতি করার পৃর্ব প্রস্তুতি নিয়েছিল এই ডাকাতরা।তখন তারা এখানে অভিযান চালিয়ে ১।মনির হোসেন অরফে জারু (২৮), পিতা: আঃ সালাম ২। রাসেল (২৮), পিতা: জয়নাল মিয়া, নামে এই ডাকাতদের কে আটক করে। তারা উভয়ই শ্রীমঙ্গল উপজেলার। এই সময় তাদের কে তল্লাসি করে ১ টি গ্রিল কাটার যন্ত্র, ২ টি রাম দা, ১ টি কিরিচ ও ১ টি ছুরি সহ আটক করা হয়। অপর ১৭/১৮ জন ডাকাত পালাইয়া যায়। গ্রেফতার কৃত ডাকাত ও পলাতক ডাকাতদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে শ্রীমঙ্গল থানা তথ্যে জানা যায়।
১৪ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস