মৌলভীবাজার : সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বদরুল ইসলাম (১৯) নামে এক শিক্ষার্থী। এ ঘটনা ঘটেছে মৌলভীবাজারের কুলাউড়ায়।
রোববার রাতের যেকোনো সময় তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছে নিহতের পরিবার। সোমবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
বদরুল ইসলাম উপজেলার ভুকশিমইল ইউনিয়নের কুরবাবনপুর (হাজীবাড়ির) গফুর আলীর ছেলে। তিনি কুলাউড়া ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কোনো শব্দ না পাওয়ায় তার ঘরের দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান স্থানীয়রা।।
১০ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর