সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:১০:৫২

বক্তব্য দিলেন মেয়ে, সমর্থন পেলেন মন্ত্রীর স্ত্রী

বক্তব্য দিলেন মেয়ে, সমর্থন পেলেন মন্ত্রীর স্ত্রী

মৌলভীবাজার : মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের উপনির্বাচনে প্রয়াত সমাজকল্যাণমন্ত্রীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিনকে প্রার্থী করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।  মহসিন আলীর শূন্য আসনে তাকে প্রার্থী করার দাবি জানিয়েছেন তারা।  মাকে সমর্থন দেয়ায় বক্তব্যে এলাকাবাসীকে কৃতজ্ঞতা জানান মেয়ে।  তবে এখনো শূন্য আসনে তফসিল ঘোষণা করা হয়নি।

তৃণমূলের আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর আসনে উপনির্বাচনে সৈয়দা সায়রা মহসিনকে প্রার্থী করার দাবি জানিয়েছে।  সোমবার মন্ত্রীর বাড়িতে মৌলভীবাজার সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের এক যৌথ বর্ধিতসভায় এ দাবি জানানো হয়।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মসুদ আহমদ ও পৌর আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান লোকমানের যৌথ সভাপতিত্বে তিন সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় বক্তারা সায়রা মহসিনের প্রতি একক সমর্থনের আহ্বান জানান।  

এসময় নেতাকর্মীরা বিপুল করতালি ও জয়বাংলা স্লোগান দিয়ে তাকে পূর্ণ সমর্থন জানায়।  সোমবার সকাল ১০টায় শুরু হওয়া বর্ধিতসভা চলে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

সভায় লিখিত বক্তব্য পাঠ করেন প্রয়াত মন্ত্রীর মেজো মেয়ে সৈয়দা সানজিদা শারমীন।  মন্ত্রীর প্রতি মৌলভীবাজারবাসীর ভালোবাসা ও সহানুভূতির জন্য কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন তার ছোট মেয়ে সৈয়দা সাবরিনা শারমীন।  তার কান্নাজড়িত বক্তব্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।  


সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনকার আলী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন  জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীণ নেতা মো. ফিরোজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার ও আলাউর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, নাট্যকার আবদুল মতিন প্রমুখ।

সমাজকল্যাণ মন্ত্রীর মৃত্যুতে শূন্য হওয়া মৌলভীবাজার-৩ আসনে মন্ত্রীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিন ছাড়াও অন্তত পাঁচ প্রার্থী মনোয়ন চাইতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

মনোনয়ন দৌড়ে রয়েছেন সাবেক হুইপ জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান, সাবেক রাষ্টদূত গিয়াস উদ্দিন মনি, আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও জনতা ব্যাংকের পরিচালক সৈয়দ বজলুল করিম বিপিএম, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্ত , রাজনগর উপজেলার সাবেক চেয়ারম্যান মিসবাহুদ্দোজা ভেলাই, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি  কামাল হোসেন এবং জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমান।
২৮, সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে