 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
নওগাঁ থেকে: নওগাঁর মান্দা উপজেলায় গাছের সঙ্গে একই রশিতে প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে চকরাজাপুর গ্রামে একটি গাছ থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
তারা হলেন, চকরাজাপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে গোলাম রব্বানী (২২) ও একই গ্রামের তসলিমা আক্তার (১৮)।
স্থানীয়রা জানান, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু পরিবার তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় আত্মহত্যা করেছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, সকালে গাছের ডালে দুজনের লাশ ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সরকারি হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
এমটিনিউজ২৪ডটকম/এম.জে