 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
নওগাঁ থেকে: নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজীহাট পুলিশ ফাড়ীতে ইফতার খাওয়াকে কেন্দ্র করে দুই পুলিশ সদস্যের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুইজনের সংঘর্ষে আবু হেলাল (৫৫) নামে এক সিপাহী (নম্বর ২৪৪) পুলিশ সদস্য মারা গেছেন।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হেলালের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, দুইজনের মধ্য ইফতার নিয়ে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে নাইমুল হেলালকে ধাক্কা দিলে হেলাল সজরে দেওয়ালে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান।
পরে নিহতের লাশ উদ্ধার করে মহাদেবপুর থানায় নিয়ে আসা হয়েছে। আর এ ঘটনায় কন্সটেবল নাইমুলকে গ্রেফতার করা হয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস