 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
নওগাঁ থেকে : নওগাঁর মান্দায় জামায়াতে ইসলামীর উদ্যোগে শনিবার বেলা সাড়ে ৮টার দিকে দূর্গাপুজা উপলক্ষে প্রসাদপুর ও খুদিয়াডাঙ্গা গ্রামের হিন্দু ধর্মাম্বলী সম্প্রদায়ের মধ্যে নারিকেল বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে নারিকেল বিতরণ করেন জেলা জামায়াতের আমীর (পূর্ব) খ. ম আবদুর রাকিব।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, জামায়াত নেতা মুনছুর রহমান, আয়েজ উদ্দিন ফকির, আক্কাস আলী মন্ডল প্রমূখ।
এর আগে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ উপজেলার কামারকুড়ি, ছোটবেলালদহ গ্রামের হিন্দু ধর্মাম্বলী সম্প্রদায়ের মধ্যে উপকরণ হিসেবে নারিকেল বিতরণ করেন।
উল্লেখ্য, এবার মান্দা উপজেলার ১০৯টি মন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। জামায়াতের উদ্যোগে ১৪টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের হিন্দু ধর্মাম্বলী সম্প্রদায়ের মধ্যে উপকরণ হিসেবে প্রায় ১৫শত নারকেল বিতরণ করা হয়েছে।
এমটিনিউজ/এসএস