সোমবার, ০২ নভেম্বর, ২০১৫, ০৯:১২:২৬

বাংলাদেশ এখন একটি মৃত্যুকূপ : এরশাদ

বাংলাদেশ এখন একটি মৃত্যুকূপ : এরশাদ

নাটোর : বাংলাদেশ এখন একটি মৃত্যুকূপ। চারিদিকে খুন আর ধর্ষণ। এর কারণ সুশাসনের অভাব, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। আইনের শাসন নেই, মানুষের নিরাপত্তা নেই। সোমবার নাটোর এনএস সরকারি কলেজ মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এরশাদ বলেন, দেশে এখন দুঃশাসন চলছে। দেশের মানুষ এমন গণতন্ত্র চায় না, জনগণের গণতন্ত্র চায়। প্রকাশক দীপনের বাবা কেন তার ছেলে হত্যার বিচার চান না তা আমাদের বুঝতে হবে। বিচার পাওয়ার সম্ভাবনা নেই বুঝতে পেরেই কষ্ট বুকে নিয়ে উনি বিচার চাননি। সরকারের একের পর এক ব্যর্থতা, দুঃশাসন ও দুর্নীতির কারণেই এমন হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। এরশাদ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, এখনো প্রেসিডেন্ট পদ্ধতিতে ভোট দিলে আওয়ামী লীগ ও বিএনপিকে হারিয়ে বিজয়ী হব। বিশেষ অতিথির বক্তব্যে জাপা মহাসচিব জিয়া উদ্দিন বাবলু বলেন, এরশাদ সুশাসনের প্রতীক আর শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুঃশাসনের প্রতীক। সাবেক মন্ত্রী জিএম কাদের বলেন, নাটোর, ঢাকা কোথাও মানুষ এখন আর নিরাপদ নয়, যেকোনো সময় ছাত্রলীগের সাথে ছাত্রলীগ ও ছাত্রলীগের সাথে যুবলীগের সংঘর্ষে আমার আপনার মতো সাধারণ মানুষের মৃত্যু হবে না এর কোনো নিশ্চয়তা নেই। সম্মেলনে নাটোর জেলা জাতীয় পাটির সভাপতি সাবেক এমপি মজিবুর রহমান সেন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়। পরে সাবেক এমপি মজিবুর রহমান সেন্টুকে নাটোর জেলা জাপার সভাপতি ও আলাউদ্দিন মৃধাকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ১০ দিনের মধ্যে জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয়ার কথা জানান এরশাদ। ২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/ প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে