শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬, ০৯:৩২:৫১

কনেকে ফেলে মাথায় পাগড়ি নিয়েই পালাল ৩ বর

কনেকে ফেলে মাথায় পাগড়ি নিয়েই পালাল ৩ বর

নড়াইল প্রতিনিধি : কনেদের ফেলে মাথায় পাগড়ি নিয়ে এবার পালাল তিন বর।  ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে পালায় তারা।  ধরা খেলেন কনের বাবারা।  ঘটনাটি ঘটেছে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ও ডিগ্রিরচরে।  এ সময় তিন কনের বাবাকে জরিমানা করা হয়।

২৯ জানুয়ারি শুক্রবার দুপুরে বিয়ের আসরে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা এই তিন বাল্যবিয়ে বন্ধ করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে লোহাগড়া ইতনা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মিতা খানম এবং সরস্বতী একাডেমির সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাজিয়া খানম ও একই বিদ্যালয়ের দশম শ্রেণির অর্চনা খানমের বিয়ের আয়োজন করা হয়।

জানা যায়, স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে খবর পেয়ে লোহাগড়া ইউএনও সেলিম রেজা বিয়ের আসরে উপস্থিত হয়ে বিয়ে তিনটি বন্ধ করে দেন।  এ সময় বাল্যবিয়ের আয়োজন করায় মিতার বাবা ইতনা চরপাড়ার ওহাব মীরকে তিন হাজার টাকা, রাজিয়ার বাবা ডিগ্রিরচর গ্রামের জিয়াউর চৌধুরীকে দুই হাজার টাকা এবং অর্চনার বাবা জাফর শিকদারকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

বিয়ের বয়স না হওয়া পর্যন্ত তাদের বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেয়া হয়  অভিভাবকদের কাছ থেকে।

এ ব্যাপারে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, অনেক সময় এলাকা পরিবর্তন করে অভিভাবকরা শিশুদের বিয়ে দিয়ে দেন।  এটা বেআইনি।  আশা করি, আর কোনো বাল্যবিয়ে লোহাগড়া উপজেলায় হবে না।

২৯ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে