শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:১৯:১৬

বাসে আগুন, প্রাণে বাঁচল ৪৫ যাত্রী

বাসে আগুন, প্রাণে বাঁচল ৪৫ যাত্রী

নাটোর : নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোলপ্লাজায় শিক্ষা সফরের একটি যাত্রীবোঝাই বাসে আকস্মিক আগুন ধরে যায়।  আগুন দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়লে অল্পের জন্য প্রাণে রক্ষা পান অন্তত ৪৫ জন বাসযাত্রী।

শুক্রবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, বগুড়ার শেরপুর উপজেলার পল্লী উন্নয়ন একাডেমি এলাকার নারী-পুরুষ ও শিশু মিলে ৪৫ জন যাত্রী করতোয়া গেটলক পরিবহনে  কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্র কুঠিবাড়িতে আনন্দ ভ্রমণে যাচ্ছিলেন।  পথে কাছিকাটা টোলপ্লাজায় পৌঁছলে বাসটি বিকল হয়ে পড়ে।  চালক বাসটি মেরামত করার সময় হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়।  
 
এ সময় স্থানীয়দের সহায়তায় নারী ও শিশুসহ যাত্রীরা জানালা দিয়ে বেরিয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  এ সময় টোলপ্লাজার উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।  পরে খবর পেয়ে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।  পরে যান চলাচল স্বাভাবিক হয়।
 
এ ঘটনায় কমপক্ষে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।
 
গুরুদাসপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুর রাজ্জাক জানান, বাস মেরামতের সময় স্পার্কিং বা নেগেটিভ পজেটিভ এক হয়ে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে মনে হচ্ছে।  তবে সিএনজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত না হওয়ায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে।
৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে