বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:৩৪:৫৩

শাবনূরের বিয়ে পণ্ড, ধরা খেলেন বাবা

শাবনূরের বিয়ে পণ্ড, ধরা খেলেন বাবা

নাটোর প্রতিনিধি : শাবনূরের বিয়ে পণ্ড, ধরা খেলেন তারই বাবা।  ঘটনাটি ঘটেছে নাটোরের সিংড়া উপজেলায়।  বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল শাবনূর খাতুন (১৩)।

মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম এ বাল্যবিয়ে বন্ধ করে দেন।  এ সময় বাল্যবিয়ের দেয়ার অপরাধে বর ও কনের বাবাকে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

স্থানীয়রা জানান, মঙ্গলবার উপজেলার তাজপুর ইউনিয়নের বজরাহার গ্রামের আজাদুল ইসলামের ছেলে রাজিবের (১৭) সঙ্গে পৌর শহরের পেট্রবাংলা মহল্লার হাসানের মেয়ে শাবনূরের বিয়ের দিন ধার্য করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফছার আলী মণ্ডল এবং সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ বিয়ে পণ্ড করে দেন।

পরে ভ্রাম্যমাণ আদালতে বর ও কনের বাবাকে ১ হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।
১৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে