বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬, ০২:০৮:৩৭

এজলাসে কান ধরে উঠবস করলেন আওয়ামী লীগ নেতা

এজলাসে কান ধরে উঠবস করলেন আওয়ামী লীগ নেতা

নাটোর থেকে : নাটোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এসে নিজেকে আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়ে চিত্কার চেঁচামেচি করে আসামিকে হুমকি দেওয়ায় তাত্ক্ষণিক এজলাসেই পৌরসভা আওয়ামী লীগ নেতাকে কান ধরে উঠবস করানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্রে জানা গেছে, বাগাতিপাড়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রার্থী ও আগামী পৌরসভা নির্বাচনের নৌকা মার্কার মেয়র পদ প্রত্যাশী রুহুল আমিন একটি মামলার বাদী হিসেবে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নাটোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন।

এ সময় তিনি এজলাসের ভিতরে কাঠগড়ায় দাঁড়িয়ে প্রকাশ্যে আসামিকে দেখে নিবেন বলে হুমকি দেন। বিষয়টি বিচারক মোমিনুল ইসলামের দৃষ্টিগোচর হলে তিনি সঙ্গে সঙ্গে তাকে পাঁচ ঘণ্টা কোর্ট কাস্টরিতে আটকে রাখার নির্দেশ দেন। এ সময় আওয়ামী লীগ নেতা রুহুল আমিন বার বার ক্ষমা চাইলে বিচারক তাকে আটকে রাখার পরিবর্তে কান ধরে উঠবস করার নির্দেশ দেন।

এ সময় বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতা রুহুল আমিন তাত্ক্ষণিক এজলাসের মধ্যেই কয়েকবার কান ধরে উঠবস করে রেহাই পান। রুহুল আমিন বাগাতিপাড়ার সোনাপাতিল গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। এ ঘটনায় নাটোর আদালত চত্বর ও বাগাতিপাড়া উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিডি প্রতিদিন
১০ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে