রবিবার, ২৫ জুলাই, ২০২১, ১০:২০:০৭

ত্বর সইছে না, রীতিমতো বিয়ের হিড়িক, পীরগঞ্জে পাঁচ দিনে ৫ শতাধিক!

ত্বর সইছে না, রীতিমতো বিয়ের হিড়িক, পীরগঞ্জে পাঁচ দিনে ৫ শতাধিক!

চলছে কঠোর লকডাউন, আরোপ করা হয়েছে বেশকিছু বিধিনিষেধ। আর এরই মাঝে পীরগঞ্জের মানুষদের আর ত্বর সইছে না। রীতিমতো বিয়ের হিড়িক পড়ে গেছে। ঈদের আগের দিন থেকে শনিবার (২৪ জুলাই) পর্যন্ত মাত্র পাঁচ দিনেই উপজেলায় পাঁচ শতাধিক বিয়ে সম্পন্ন হয়েছে!

এদিকে উপজেলা নিকাহ রেজিস্ট্রার ও হিন্দু বিয়ে রেজিস্ট্রারের সূত্রে জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ঈদুল আজহার ছুটিতে অনেকে কর্মস্থল থেকে বাড়ি এসেছেন। তাঁদের অধিকাংশই পোশাকশ্রমিক। করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে চলমান কঠোর বিধিনিষেধ ঈদ উপলক্ষে সপ্তাহখানেক শিথিল করে সরকার। আর এই সুযোগে মানুষ তড়িঘড়ি করে বিয়ের আয়োজন করতে শুরু করে। গত পাঁচ দিনে পাঁচ শতাধিক বিয়ে সম্পন্ন হয়েছে।

প্রাপ্ত তথ্যে বিয়েবাড়ির সূত্রে জানা গেছে, ঈদের পরদিন বৃহস্পতিবারই পীরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের ধনশালা গ্রামে ১ মেয়ে ও ২ ছেলের বিয়ে হয়েছে। এর মধ্যে ধনশালা গ্রামের মতিয়ার রহমানের কন্যা মাহমুদা খাতুন তিমির (২০) বিয়ে হয়েছে পীরগঞ্জের মিঠিপুর ইউনিয়নে, একই গ্রামের খাজা সরকারের ছেলে পবন সরকার (২৫) উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নে এবং মৃত আকতার মণ্ডলের ছেলে জীবন মণ্ডল (২৫) উপজেলার রামনাথপুর ইউনিয়নে বিয়ে করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে