শাহ্ দিদার আলম নবেল : দেশের প্রথম ইলেকট্রনিক্স সিটি (হাইটেক পার্ক) গড়ে উঠছে সিলেটে। ৫০ হাজার লোকের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে গড়ে উঠছে এই সিটি। বৃহৎ এই অবকাঠামোয় উন্নত প্রশিক্ষণের মাধ্যমে তৈরি হবে আগামীর প্রযুক্তিবিদও।
শুধু তাই নয়, এখানে উৎপাদিত ইলেকট্রনিক্স পণ্য, বিভিন্ন ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যার প্রভৃতি দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা হবে বিদেশেও। ফলে জাতীয় রপ্তানি আয়েও ভূমিকা রাখবে এই ইলেকট্রনিক্স সিটি।
বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের হাইটেক পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের বর্ণি এলাকায় নির্মাণ করা হচ্ছে দেশের প্রথম ইলেকট্রনিক্স সিটি।
প্রায় ১৬২.৮৩ একর জমির ওপর গড়ে তোলা হচ্ছে এ বিশাল কর্মযজ্ঞ। ইতিমধ্যেই প্রকল্পের আওতায় ভূমি উন্নয়ন, সিলেট-কোম্পানীগঞ্জ প্রধান সড়ক থেকে প্রকল্পে প্রবেশের জন্য বিদ্যমান খালের ওপর একটি ক্যাবল ব্রিজ নির্মাণ, অভ্যন্তরীণ রাস্তা, গ্যাসলাইন স্থাপন ও সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছে।
নির্মাণ করা হচ্ছে প্রায় ৩১ হাজার বর্গফুটবিশিষ্ট দৃষ্টিনন্দন একটি আইটি বিজনেস সেন্টার। সম্প্রতি এই সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রকল্পের পরিচালক ব্যারিস্টার গোলাম সারওয়ার জানান, বাংলাদেশ নৌবাহিনীর ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড (ডিইডব্লিউ) সিলেট ইলেকট্রনিক্স সিটি নির্মাণকাজ করছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের সিংহভাগ কাজ শেষ হতে পারে।
ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ বলেন, সিলেটের জন্য এ প্রকল্পটি একটি বড় পাওয়া। ধারাবাহিকভাবে এখানে প্রায় ৫০ হাজার লোকের কর্মসংস্থান হবে। - বিডি প্রতিদিন
এমটিনিউজ/এসবি