মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১, ১০:৫৩:১৫

পরিবারের সঙ্গে থাকার অনুমতি পেলেন দণ্ডিত আসামি

পরিবারের সঙ্গে থাকার অনুমতি পেলেন দণ্ডিত আসামি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় দণ্ডিত এক ব্যক্তিকে ১০ শর্তে পরিবারের সঙ্গে থাকার অনুমতি দিয়েছেন আদালত। সোমবার আসামির উপস্থিতিতে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত দায়রা জজ বিএম তারিকুল কবীর এই রায় দেন।

দণ্ডিত মামুন সরকার (৩৮) ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট বান্দিগড় ধনিপাড়া গ্রামের প্রয়াত আজাহারুল ইসলামের ছেলে।

মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রবেশন আইনে ঠাকুরগাঁওয়ের আদালতে এই প্রথম একটি রায়। ১০টি শর্তে মামুন সরকারকে জেলার প্রবেশন কর্মকর্তা শাকিল মাহমুদের তত্ত্বাবধানে দেওয়া হয়েছে। প্রবেশনের শর্ত না মানলে মামুন সরকারকে আবারও কারাগারে যেতে হবে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৬ মার্চ নিজ বাড়ি থেকে মামুন সরকারকে ইয়াবাসহ আটক করা হয়। পরে ঠাকুরগাঁও থানার এসআই নবিউল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। একই বছরের ৪ জুনে আদালত মামুনকে ৫ বছরের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করে। অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।

জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা শাকিল মাহমুদ জানান, মামুন সরকারকে আমরা সার্বক্ষণিক নজরদারিতে রাখব। আদালতের দেওয়া ১০ শর্তাবলী তিনি পালন করছেন কি না এ বিষয়ে ৩ মাস পর পর আদালতে রিপোর্ট দাখিল করা হবে। যদি তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসেন তাহলে সেটিও আদালতে রিপোর্ট দেওয়া হবে। পরে আদালত সিদ্ধান্ত গ্রহণ করবে তার বিষয়ে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে