মোঃ রাসেদুজ্জামান সাজু, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকাল ৩টায় ঠাকুরগাঁও মডেল স্কুল এন্ড কলেজের বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়।
ক্রীড়া প্রতিযোগীতা, বিস্কুট দৌড়, রচনা লিখন ও সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ প্রায় ৩০টি ইভেন্টে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক এবং অত্র স্কুলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফেজ মো রশিদ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী ও আয়কর উপদেষ্ঠা ফজলুল হক ও ঠাকুরগাঁও জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী গোলাম রব্বানী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর ফুলবাড়ি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অর্থনীতি) এবং অত্র স্কুলের পরিচালনা পর্ষদ সদস্য সামিউল ইসলাম।
এছাড়াও এ সময় ঠাকুরগাঁও মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ, সহ-অধ্যক্ষ আব্দুস সালাম, সহকারি শিক্ষক জবাইদুল হক স্বপনসহ স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে মডেল শিশু সাহিত্য সংস্কৃতিক সংসদের পরিবেশনায় মনোজ্ঞ অনুষ্ঠান উপস্থাপন করে।
১১ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস