মোঃ রাসেদুজ্জামান সাজু, ঠাকুরগাঁও প্রতিনিধি: সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম ইসলাম তুলে দেওয়ার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ মার্চ রবিবার দুপুর ১-৩০ মিনিটে ইসলামী আন্দোলন ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ হোসাইন আলী সভাপতি ইসলামী আন্দোলন ঠাকুরগাঁও জেলা, মাওলানা মাহফুজুর রহমান সহসভাপতি, হাফেজ মোঃহোসেন আহমেদ সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন, মোঃ আল আমিন সভাপতি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঠাকুরগাঁও জেলা ও দ্বিনী সংগঠন সভাপতি হাফেজ মামওলানা জামাল উদ্দিন সহ প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন , যে দেশে ৯০% মুসলমান সে দেশে রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিলের তাল বাহানা চলবেনা। ৯০% মুসলমানের প্রানের দাবি রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখতে হবে। ইসলামী শাসন ছাড়া কোন কালেও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এক্ষেত্রে ইসলামী শাসন প্রতিষ্ঠা এবং দেশে শান্তি ফিরিয়ে নিয়ে আসতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া বিকল্প নেই।
২৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস