বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ০৫:২৬:২২

এবার ধরা খেল বর-কাজী

এবার ধরা খেল বর-কাজী

ঠাকুরগাঁও : বাল্যবিয়েতে অংশ নেয়ায় এবার ধরা খেল বর ও কাজী।  দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের চিলারং ইউনিয়নে।

২০ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুল হক প্রধান বাল্যবিয়ের অপরাধে বরকে ১৫ দিন বিনাশ্রম এবং কাজীকে ২০ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামের মৃত আকালুর পুত্র বর ইসলামের (২৪) সাথে ভেলাজান চিলারং ইউনিয়নের এক কন্যাশিশুকে বিয়ে দেয়া হচ্ছিল।  

এ সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বর ইসলাম ও কাজী আব্দুল কাদেরকে (৫২) গ্রেফতার করে।  কাজী হলেন ঠাকুরগাঁও পাহাড় ভাঙ্গা বাশগাঁড়া দাখিল মাদ্রাসার শিক্ষক।

সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুল হক জানান, বাল্যবিয়ে সমাজে ভাইরাসের মতো।  এটাকে নির্মূল করতে হবে।  যেসব কাজী বাল্যবিয়ের কাবিননামা করে দেয় তাদের কঠোর শাস্তি হওয়া উচিত।
২০ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে