বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬, ০১:৫৫:৩২

ভারত-পাকিস্তান উত্তেজনা: সেনাপ্রধানকে প্রধানমন্ত্রী নওয়াজের ফোন

ভারত-পাকিস্তান উত্তেজনা: সেনাপ্রধানকে প্রধানমন্ত্রী নওয়াজের ফোন

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরে সেনা ক্যাম্পে হামলার ইস্যুতে ভারতের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন পাকিস্তানী প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

বর্তমানে জাতিসংঘ সাধারণ অধিবেশনে নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন নওয়াজ শরিফ। সেখান থেকে মঙ্গলবার রাতে ইসলামাবাদে সেনাপ্রধানের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি।

গত রোববার কাশ্মীরের উরিতে সেনাঘাঁটিতে হামলার ঘটনায় ১৮ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। এ ঘটনার পর ভারত-পাকিস্তানের মধ্যে বিরাজমান উত্তেজনাকর পরিস্থিতিতে প্রথমবারের মতো পাকিস্তানী প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের মধ্যে প্রথমবারের মতো কথা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্রের বরাতে পাকিস্তানী সংবাদমাধ্যম ডন অনলাইন জানিয়েছে, প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের মধ্যে বিরাজমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে।

বুধবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাষণ দেয়ার কথা রয়েছে। এতে কাশ্মীরের ভারত নিয়ন্ত্রণে অংশে সাধারণ মানুষের ভারতীয় নিরাপত্তা বাহিনীর নিপীড়ন বন্ধ এবং ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনাকর সম্পর্কের বিষয়টি ফোকাস করবেন তিনি।

জাতিসংঘে ভাষণ দেয়ার আগের দিন সেনাপ্রধানের সঙ্গে ফোনালাপে নওয়াজ তার ভাষণে ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমন এবং কাশ্মীর সংকট সমাধানে সংলাপের প্রস্তাব উত্থাপনের কথা জানিয়েছেন।
২১ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে