আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের মাটিতে ভারতের সার্জিকাল স্ট্রাইকের পর থেকে এখনও পর্যন্ত মোট ২৫ বার নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তি চুক্তি বিঘ্নিত করেছে পাকিস্তান।
নিয়ন্ত্রণ রেখায় শান্তি রক্ষার প্রচেষ্টা আবার বিঘ্নিত হল পাকিস্তানি সেনার গুলি বর্ষণের ফলে। রবিবার জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় ভারত-পাকিস্তান লাইন অফ কন্ট্রোলের ওপার থেকে গুলি বর্ষণ শুরু করে পাকিস্তানি সৈন্যরা। এর ফলে মারা গিয়েছেন এক ভারতীয় জওয়ান। আজ এই খবর জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ আধিকারিক। পাশাপাশি ভারতের তরফে এই গুলিচালনার যোগ্য জবাব দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীর এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, পাকিস্তানের মাটিতে ভারতের সার্জিকাল স্ট্রাইকের পর থেকে এখনও পর্যন্ত মোট ২৫ বার নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তি চুক্তি বিঘ্নিত করেছে পাকিস্তান। এর ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি হচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।-কলকাতা২৪
১৬ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস