সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬, ১২:৪৪:৫৭

মোদির ডাকে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ব্রিকস রাষ্ট্রপ্রধানরা

মোদির ডাকে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ব্রিকস রাষ্ট্রপ্রধানরা

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে সন্ত্রাস রুখতে একজোট হওয়ার শপথ নিলেন ব্রিকস সম্মেলনে যোগদানকারী রাষ্ট্রপ্রধানরা। জঙ্গিদের মদতদাতারাও যে সমান বিপজ্জনক, সে কথা স্বীকার করে নিলেন সবাই। খবর ইন্ডিয়াটাইমস।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে বিশ্বজোড়া সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলেন ব্রিকস দেশগুলির নেতারা। সম্মেলনের সমাপ্তি ভাষণে মোদি বলেন, সন্ত্রাসবাদী, চরমপন্থী ও মৌলবাদীরা যে বিশ্বে ব্যাপক হারে নাশকতা ছড়িয়ে দিচ্ছে, সে সম্পর্কে একমত হয়েছেন ব্রিকস নেতারা। এছাড়াও যারা সন্ত্রাসবাদীদের সমর্থন, মদত, আশ্রয় এবং আর্থিক সাহায্য করে, তাদেরও একই রকম বিপজ্জনক বলে গণ্য করার সিদ্ধান্তে পৌঁছেছেন তারা। মোদি বলেন, 'সন্ত্রাস রুখতে ব্যক্তিগত ও দলবদ্ধ প্রয়াসের প্রয়োজন। নাশকতার মোকাবিলায় নিপুণ পরিকল্পনার ভিত্তিতে এগোতে হবে। মনে রাখতে হবে, বর্তমানে প্রযুক্তিগত দক্ষতা আয়ত্ত করার ফলে জঙ্গিরা আরও মারাত্মক হয়ে উঠেছে।'

সমাপ্তি ভাষণে ব্রিকস সম্মেলনে যোগদানকারী রাষ্ট্রনেতাদের অংশগ্রহণ ও নিঃশর্ত সমর্থনের জন্য ধন্যবাদ জানান মোদি। তিনি বলেন, সম্মেলনে বিশ্ব অর্থনীতিকে মজবুত করার ব্যাপারে বিস্তারিত, গঠনমূলক এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। কালোটাকা, কর ফাঁকি এবং দুর্নীতির বিরুদ্ধে লড়তে নীতি, পরিকাঠামো এবং পারস্পরিক বোঝাপড়া মজবুত করার বিষয়েও এদিন সচেতন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
১৭ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে