আন্তর্জাতিক ডেস্ক : পাত্র ভারতীয়। পাত্রী পাকিস্তানি। দুই দেশের মধ্যে যতই সম্পর্ক তিক্ত হোক না কেন, এই দু’জনের মধ্যে এখন শুধুই প্রেম। আপাতত তাঁরা ব্যস্ত বিয়ের প্রস্তুতি নিয়ে।
পাত্র নরেশ তেওয়ানি জোধপুরের বাসিন্দা। করাচির মেয়ে প্রিয়া বচ্চানিকে বিয়ে করতে চলেছেন তিনি। নভেম্বরেই তাঁদের বিয়ে।
জানা গেছে, প্রিয়াদের এদেশে আসার ভিসা পেতে বেশ সমস্যা হচ্ছিল। এই কারণে বিদেশ মন্ত্রকের দ্বারস্থ হন তেওয়ানি। এই নিয়ে চিন্তিত হয়ে পড়ে দুই পরিবার। শেষমেশ ভিসা পাওয়ার ব্যাপারে আশ্বস্ত করে মন্ত্রক।
প্রসঙ্গত, প্রত্যেক বছরই ভারত-পাকিস্তানের মধ্যে প্রায় ২০০ টি বিয়ে হয়। রাজপুত এবং সোধা সম্প্রদায়ের মধ্যে এই প্রবণতা খুব বেশি। কারণ, তাঁদের নিজেদের সম্প্রদায়ের মধ্যে বিয়ের রীতি প্রচলিত। -এবিপি আনন্দ।
১৭, অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস