সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬, ০৯:১৫:১৩

পাকিস্তানে ফের সেনা অভ্যুত্থানের আতঙ্ক

পাকিস্তানে ফের সেনা অভ্যুত্থানের আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সেনা সার্জিক্যাল স্ট্রাইকের দাবি খারিজ করে একাধিক প্রমাণ দেখানর চেষ্টা করেছে পাকিস্তানি প্রশাসন। কিন্তু, ভারতীয় সেনার কৃতিত্ব এবং তার পিছনে পাক গোয়েন্দা ব্যর্থতা নিয়ে স্বদেশেই চাপের মুখে ইসলামাবাদ। দেশের মধ্যে তৈরি হয়েছে সেনা অভ্যুত্থানের আশঙ্কা।

সম্প্রতি পাক রাজনীতিক তথা প্রাক্তন ক্রিকেট তারকা ইমরান খানের ইসলামাবাদ দখলের ছক ফাঁস হয়েছে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ(পিটিআই)-এর ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশির বক্তব্যের একটি ভিডিও ফাঁস হয়েছে। সেখানে দলীয় কর্মীদের ইসলামাবাদ অচল করে দেওয়ার পরিকল্পনার কথা শোনা গিয়েছে ইমরানের খানের সেনাপতির কণ্ঠে। আর এই নিয়েই উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের রাজনীতি। এর আগে ১৯৯৯ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমেই দেশের ক্ষমতা দখল করেছিলেন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। সেই সময়েও প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজ শরিফ। বর্তমানেও দেশে একই পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি করেছেন শাহ মেহমুদ কুরেশি। আর সেই পথেই ইসলামাবাদ দখলের পরিকল্পনা করেছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক।

যদিও পাকিস্তানে সেনা অভ্যুত্থানের মতো কোনও পরিস্থিতি নেই বলে দাবি করেছেন ওই দেশের জাতীয় পরিষদের স্পিকার সরদায় আয়াজ সাদিক। তাঁর কথায়, সেনাবাহিনীর সঙ্গে সরকারের সুসম্পর্ক রয়েছে। সামরিক বাহিনী দেশের গণতন্ত্রকে শক্তিশালী করেছে এবং আমি যতদূর জানি, দেশে সেনা অভ্যুত্থানের কোনও সম্ভাবনা নেই। -কলকাতা২৪।
১৭, অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে