আন্তর্জাতিক ডেস্ক : গত কয়েকদিনে ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেছে। যা নিয়ে সেখানকার রাজনীতিতে শুরু হয়েছে জোর তরজা। কেউ বা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে, কেউ আবার এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতির দাবি জানিয়েছে। যদিও এক জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে পুলিশের এক পদস্থ কর্মকর্তা এই ঘটনাকে ছোট ঘটনা বলে আখ্যা দিয়েছেন।
এর মধ্যেই শান্তির বার্তা দিয়েছেন কলকাতার নাখোদা মসজিদের ইমাম এবং খতিব মহম্মদ সাফিক কাসমি। রাজ্যবাসীর কাছে তাঁর আবেদন, দয়া করে কেউ কোনও গুজবে কান দেবেন না। প্রশাসনকে সাহায্য করুন এবং শান্তি বজায় রাখুন।
শুধু তাই নয়, তিনি ভিডিওবার্তায় জানিয়েছেন, আমরা সবাই ভারতবাসী। আর সেই কারণে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সুষ্ঠু সম্পর্ক বজায় রাখা জরুরি। এমন কাজ করা থেকে সাধারণ মানুষকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন ইমাম, যাতে দেশ এবং দেশের মানুষের অপমান হয়। -কলকাতা২৪।
১৭, অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস