সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬, ১১:৪১:০৩

কারাগারে ভয়াবহ সংঘর্ষ, ব্রাজিলে নিহত ২৫

কারাগারে ভয়াবহ সংঘর্ষ, ব্রাজিলে নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের একটি কারাগারে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাড়িয়েছে। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে সাতজনের শিরশ্চেদ করা হয়েছে। ছয়জনকে পুড়িয়ে খুন করা হয়েছে।

রবিবার দেশটির উত্তরাঞ্চলীয় রোরাইমা রাজ্যের রাজধানী বোয়া ভিসতা’র ওই কারাগারটিতে এ সংঘর্ষের এ ঘটনা ঘটে। সেখানে ঠাসাঠাসি করে বিপুল সংখ্যক কয়েদিকে রাখা হয়েছিল। ৭৪০ জন ধারণক্ষমতার কারাগারটিতে এক হাজার ৪০০ জন বন্দিকে রাখা হয়েছিল।

বন্দিদের সঙ্গে দর্শনার্থীদের দেখা করার নির্ধারিত সময়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সেখানে শখানেক দর্শনার্থীকে জিম্মি করা হয়। সংঘর্ষ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।

একদল কয়েদি কারাগারের অন্য একটি অংশ ভেঙে ফেললে এ সংঘর্ষের সূচনা হয়। ওই অংশে তাদের প্রতিপক্ষের বন্দিরা থাকতো।

একজন প্রত্যক্ষদর্শী জানান, বন্দিরা ছুরি ও কাঠের লাঠি নিয়ে সজ্জিত ছিল।

কারাবন্দী জনসংখ্যার হিসাবে ব্রাজিল বিশ্বে চতুর্থ। দেশটিতে কারাবন্দী আছেন প্রায় ছয় লাখ মানুষ। বিভিন্ন অপরাধী গ্রুপগুলোর সঙ্গে সম্পৃক্ততার ফলে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের ঠিকানা হয়েছে জেলখানাগুলো। দেশটির কারাগারগুলোতে অতি মাত্রার ভিড়, সংঘর্ষ, দলাদলি ইত্যাদি নিত্যনৈমিত্তিক ঘটনা। -বিবিসি।
১৭, অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে