সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬, ০৩:২৪:৩৩

৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল হিমালয়

৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল হিমালয়

আন্তর্জাতিক ডেস্ক : ৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল হিমালয়। তিব্বতের কামডো শহরের কাছে এই কম্পন অনুভূত হয়েছে। ইউএস জিওলজিক্যাল সার্ভের দেওয়া তথ্য অনুযায়ী, কম্পনের উৎসস্থল কামডো থেকে ৩০০ কিলোমিটার উত্তরে। উৎসস্থলের গভীরতা ২৫ কিলোমিটার। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। সোমবার সকালে এই ভূমিকম্প হয়।

অন্যদিকে, এদিন সকালেই আরও একটি ভূমিকম্প হয় উত্তরাখণ্ড ও নেপালের সীমান্তে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪।

সোমবার সকালে আচমকাই কেঁপে ওঠে উত্তরাখণ্ড এবং নেপাল। যদিও, ক্ষয় ক্ষতির কোনও খবর এখনও মেলেনি। তবে, আতঙ্কের জেরে মানুষ ঘর থেকে বেরিয়ে আসতে শুরু করেন। গত শুক্রবার ভূমিকম্পে কেঁপে ওঠে জম্মুর ভাদেরওয়া শহর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা  ছিল ৩.৩। ওই কম্পনের দু’দিন পরই ফের কেঁপে উঠল উত্তরাখণ্ড এবং নেপাল সীমান্ত। আতঙ্ক ছড়াল স্থানীয়দের মধ্যে।

হিমালয় একটি অত্যন্ত ভূমিকম্প প্রবণ অঞ্চল। ২০১৪ তে নেপালে ভূমিকম্পে প্রায় ১০,০০০ মানুষের মৃত্যু হয়। ধ্বংস হয়ে যায় প্রায় গোটা নেপাল। ইন্ডিয়া ও ইউরাশিয়া প্লেটের মধ্যে ধাক্কাতেই এই অঞ্চলে ভূকম্পন হয় বলে গবেষকরা জানান। -কলকাতা২৪।
১৭, অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে