আন্তর্জাতিক ডেস্ক : সাবেক ভারতীয় সেনাপ্রধান বিক্রম সিং পাকিস্তানের ঘোষিত নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল কামার জাভেদ বাজওয়ার উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কাজ করেছেন জাতিসংঘ মিশনে। সেই সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জাভেদের 'অসাধারণ নৈপুণ্য'র কথা স্মরণ করেছেন। দিল্লিকে দিয়েছেন সতর্কতা।
সেনা কর্মকর্তা হিসেবে পাকিস্তানের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল কামার জাভেদ বাজওয়ার প্রশংসা করলেও তার ব্যাপারে ভারতের ‘সতর্ক’ হওয়া উচিত বলে মনে করছেন সাবেক ভারতীয় সেনাপ্রধান বিক্রম সিং। শনিবার পাকিস্তানের নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করার পর ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
বিক্রম সিং জানান জাতিসংঘের মিশনে কংগোতে তার অধীনে কাজ করেছেন জাভেদ বাজওয়া। সেসময় জাভেদ পেশাগতভাবে ‘অসাধারণ নৈপুন্য’ দেখিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি। বিক্রম সিং-এর মতে, মানুষ যখন তার নিজ দেশে ফিরে যায় তখন মানসিকতাও বদলে যায়। অর্থাৎ তখন দেশের স্বার্থ বড় হয়ে সামনে আসে। আর সেকারণেই জাভেদ বাজওয়াকে নিয়ে ভারতের সতর্ক হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
বিক্রম সিং বলেন, ‘জাতিসংঘের আওতায় যখন বিশ্বশান্তির লক্ষ্যে কেউ কাজ করতে যায় তখন সেখানে বন্ধুত্বপরায়ণ মনোভঙ্গী প্রাধান্য পায়। তবে সেখান থেকে নিজ দেশে ফেরার পর পরিস্থিতি পাল্টে যায়। কারণ তখন দেশের স্বার্থ সবার আগে আসে।’
তিনি আরও মনে করেন, পাকিস্তানের সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার পর জাভেদ বাজওয়া সেনাবাহিনীর নীতিমালায় কোনও পরিবর্তন আনেন কিনা তার জন্য ভারতের অপেক্ষা করা উচিত ও সতর্কভাবে দেখা উচিত।
পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন-এর প্রতিবেদনে বলা হয়, কাশ্মির বিরোধ নিয়ে বাজওয়ার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। তবে তিনি পাকিস্তানের জন্য ভারত থেকেও বড় শত্রু মনে করেন জঙ্গিবাদকে। বিক্রম সিং-ও আশা প্রকাশ করেছেন, ভারতের চেয়ে দেশের ভেতরের চরমপন্থাকে বড় হুমকি মনে করে কাজ করবেন জাভেদ বাজওয়া।
শনিবার জেনারেল বাজওয়াকে দেশের নতুন সেনাপ্রধান হিসেবে বেছে নেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী পদ হল সেনাপ্রধানের পদ। দেশটির জন্মের ৬৯ বছরের মধ্যে প্রায় অর্ধেক সময় শাসনভার সামলেছে সেনা।
বিশ্বের ষষ্ঠ বৃহত্তম সেনা বাহিনীর প্রধানের পদে মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নেবেন জেনারেল কামার জাভেদ বাজওয়া।
আন্তর্জাতিক মহলের আশা, পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে সেনার সম্পর্ক খানিকটা ভালো হবে নয়া সেনাপ্রধানের নিয়োগে। ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার পাশাপাশি জঙ্গি নিধনেও পাকিস্তান কার্যকরী ভূমিকা নেবে বলেও মনে করা হচ্ছে। সেনাপ্রধান ঘোষিত হওয়ার পরই জেনারেল বাজওয়া বলেছেন, 'ভারতের থেকেও পাকিস্তানের সবচেয়ে বড় হুমকি কট্টরপন্থীরা।'
প্রসঙ্গত, বিদায়ী সেনাপ্রধান রাহিল শরিফই গত দু'দশকে প্রথম সেনাপ্রধান, যিনি ঠিক সময়ে অবসর নিলেন। পাক ইতিহাসে দেখা গিয়েছে, বেশির ভাগ সেনাপ্রধানই অবসরের সময় আরও ৩ বছর মেয়াদ বাড়িয়ে থেকে গিয়েছেন।
২৭ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি