সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬, ০৬:১৮:০৯

ব্যাঙ্কে অতিরিক্ত জমার শাস্তি কী? ধনীর টাকা পাবে গরিব, জেনে নিন কীভাবে?

 ব্যাঙ্কে অতিরিক্ত জমার শাস্তি কী? ধনীর টাকা পাবে গরিব, জেনে নিন কীভাবে?

আন্তর্জাতিক ডেস্ক: সোমবার সংসদে আয়কর সংশোধনী বিল পেশ করল কেন্দ্রীয় সরকার। আর এই সংশোধনী পাশ হয়ে গেলে অনেক কড়া হয়ে যাবে দেশের আয়কর আইন। সূত্রের খবর, সরকার চাইছে নোটবাতিলের পরে বেহিসেবি জমার উপরে ৩০ শতাংশ কর, ১০ শতাংশ জরিমানা এবং ৩৩ শতাংশ সারচার্জ বসানো হবে।

এখানেই শেষ নয়। নোটবাতিলের পরে কারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা টাকার মধ্যে অঘোষিত আয় যদি চিহ্নিত হয়, তবে আয়কর দফতর ওই আয়ের ৭৫ শতাংশ কর এবং ১০ শতাংশ জরিমানা আদায় করতে পারবে। আরও সাজার ব্যবস্থা করছে কেন্দ্র। অঘোষিত আয়ের ২৫ শতাংশ জমা করা হবে ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ বিনিয়োগ প্রকল্প’-য়। যা বিভিন্ন কল্যাণমূলক কাজে ব্যবহার করবে কেন্দ্রীয় সরকার। এই টাকা প্রথম চার বছর তোলা যাবে না। কোনও সুদও মিলবে না।

নোটবাতিলের সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে আড়াই লাখ টাকা পর্যন্ত জমা দিলে কোনও সমস্যা হবে না। তবে আয়কর দফতর শুধু ব্যক্তি নয়, একটি পরিবারের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে সম্মিলিত জমার উপরেও হিসেব করবে।

কেন্দ্রীয় রাজস্ব সচিব হাসমুখ আধিয়া আগেই জানিয়েছিলেন, ‘১০ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে আড়াই লাখ টাকার বেশি জমা পড়লেই তা খতিয়ে দেখা হবে।’ রাজস্ব সচিব আরও জানিয়েছেন, ওই অ্যাকাউন্ট মালিকের পেশ করা আয়কার রিটার্নও যাচাই করা হবে। তিনি কত আয় দেখিয়েছেন এবং কত জমা দিয়েছেন, তা দেখা হলেই সামনে এসে যাবে কত টাকা হিসাব-বহির্ভূত আয়।

কেন্দ্রীয় সরকার গত ১ নভেম্বরেই ‘বেনামি প্রপার্টিস প্রহিবিশন অ্যাক্ট’ কার্যকর করেছে। যার মাধ্যমে আয়কর দফতর কোনও ব্যাক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে কারচুপি দেখতে পেলে জরিমানা ছাড়াও সাত বছর পর্যন্ত জেল হতে পারে। এবার পুরনো আয়কর আইনে সংশোধন এনে আয়কর দফতরের হাত আরও শক্ত করার পথে নরেন্দ্র মোদী সরকার। -এবেলা
২৮ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/টি.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে