আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে কৌতূহলের শেষ নেই। এই পৃথিবীর বাইরে কি আছে? সেসবের শেষ কোথায়? এ বোধহয় কয়েকটা জীবন কেটে গেলেও উদ্ধার করা সম্ভব নয়। তবে গবেষণার অন্ত নেই। তাই মহাকাশেই একটা স্থায়ী ঘর বানিয়ে ফেলেছে নাসা। যার পোশাকি নাম ‘স্পেশ স্টেশন’। সেখানে বসে নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন নাসার বিজ্ঞানীরা।
পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে খালি চোখে দেখা যায় ওই মহাকাশচারীদের ওই ঘর। এবার কলকাতা থেকেও তা দৃশ্যমান হবে। হ্যাঁ, আপনি কলকাতায় বসে খালি চোখে নাসার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে দেখতে পাবেন। কবে? নাসার ওয়েবসাইটে জানানো হয়েছে, ২১ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর অবধি দেখা যাবে নাসার স্পেস স্টেশন।
আজ, সোমবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ আকাশে চোখ রাখলে দেখা মিলবে স্পেস স্টেশনের। নাসার তরফ থেকেই এমনটাই জানানো হয়েছে। যদিও সেই দৃশ্য মাত্র ২ মিনিট স্থায়ী থাকবে। এরপর ২৯ নভেম্বর, মঙ্গলবার এবং ১ ডিসেম্বর, বৃহস্পতিবারও দেখা যাবে।
শুধু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন নয়, নাসার আরও একটি স্যাটেলাইট সিগনাসকে ও দেখা যাবে এই নির্দিষ্ট সময়ে। কলকাতা ছাড়াও ভুবনেশ্বর, জব্বলপুর, আমদাবাদ, নাগপুরের মতো বিভিন্ন শহরে সিগনাস এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের দেখা মিলবে।-কলকাতা২৪
২৮ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/টি.জে