আন্তর্জাতিক ডেস্ক : দেশকে ক্যাশলেস লেনদেন অভ্যস্ত করার মরিয়া চেষ্টা চালাচ্ছেন তিনি। আর সেই অস্ত্রকে সম্বল করেই ঐক্যবদ্ধ বিরোধীদের সামলাতে রাজনীতির ঊর্ধ্বে উঠে নতুন কৌশল নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে কৌশলে সবদিক থেকেই লাভটা তাঁরই।
এদিন গুজরাতে একটি অনুষ্ঠানে সংসদ অচল করে রাখার জন্য বিরোধীদের পাল্টা আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। আবার দেশের উন্নতিতে সেই বিরোধী দলগুলিকেই রাজনীতির ঊর্ধ্বে উঠে এগিয়ে আসতে আবেদন করেছেন মোদী। প্রধানমন্ত্রীর কথায়, ‘নির্বাচনের সময়ে আমরা বিভিন্ন ইস্যুতে একে অপরের বিরুদ্ধে লড়ি। একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করি। প্রত্যেকে একে অপরের নীতি, কাজের সমালোচনা করি। কিন্তু মানুষকে কীভাবে ভোট দিতে হয়, ইভিএম-এ বোতাম টিপতে হয়, গণতন্ত্রের স্বার্থে সেগুলি সব রাজনৈতিক দলই ভোটারদের শেখায় বা সচেতন করে। ভোটার তালিকা যাতে নিখুঁত হয়, সেই চেষ্টাও করে সব রাজনৈতিক দল।’ এদিন বিরোধীদের কাছে প্রধানমন্ত্রীর পাল্টা আবেদন, তাঁর নীতির সমালোচনা করলেও দেশজুড়ে সাধারণ মানুষকে ডিজিটাল ব্যাঙ্কিং শেখাক সব রাজনৈতিক দলগুলি। সংসদ অচল করে রাখার জন্য অবশ্য বিরোধীদেরই দায়ী করেছেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, তিনি লোকসভায় জবাব দেবেন বলে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বিরোধীরা সংসদ চলতে দিচ্ছে না। বিরোধীরা আসলে আলোচনা থেকে পালাতে চাইছেন বলেই এদিন দাবি করেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বার বার বলেছেন, সংবাদমাধ্যম, তাঁর সমালোচনা, নোটবাতিলের জন্য জনতার সমস্যা নিয়ে সরব হলেও তাঁর আপত্তি নেই। কিন্তু একইসঙ্গে সাধারণ মানুষ যাতে মোবাইলের মাধ্যমেই ক্যাশলেস লেনদেন শুরু করতে পারেন, তা শেখানোর জন্যও আবেদন করেছেন মোদী। এদিনও তিনি দাবি করেছেন তাঁর এই লড়াই দেশের ভবিষ্যত চেহারাটাই আমূল বদলে দেবে। দেশ আর কালো টাকার কারবার, দুর্নীতি সহ্য করবে না বলে দাবি করে ফের জনতার আশীর্বাদ চেয়েছেন আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর ‘ক্যাশলেস ইকোনমি’-র পক্ষে সওয়াল নিয়ে বার বার প্রশ্ন তুলছেন বিরোধীরা। প্রধানমন্ত্রীও ভাল করেই জানেন, তাঁর এই প্রস্তাব বিরোধীরা প্রত্যাখ্যান করবেন। কিন্তু তাঁর প্রস্তাব খারিজ করলেই বিরোধীদের আক্রমণ করার পাল্টা হাতিয়ার পেয়ে যাবেন প্রধানমন্ত্রী। সাধারণ মানুষকে তখন তিনিই বলতে পারবেন, তাঁর সদিচ্ছা থাকলেও বিরোধী দলগুলি দেশকে দুর্নীতিমুক্ত হতে দিচ্ছে না। কারণ প্রধানমন্ত্রী বার বারই দাবি, নগদে লেনদেন কমালেই দেশে দুর্নীতিও কমবে।
১০ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম