রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬, ০৮:১৩:৩৩

প্রাচীন সেই পালমিরার আবার দখলে নিল আইএস

প্রাচীন সেই পালমিরার আবার দখলে নিল আইএস

আন্তর্জাতিক ডেস্ক: প্রায় নয় মাস পরে আবার সিরিয়ার প্রাচীন নগরী পালমিরা দখল করেছে ইসলামিক স্টেট গ্রুপ। পর্যবেক্ষকরা বলছেন, পালমিরার কেন্দ্রে ভারী লড়াই করছে জঙ্গি আর সরকার পন্থী বাহিনী।

যদিও বেশিরভাগ সরকারি সৈন্য পালিয়ে গেছে বলে জানা যাচ্ছে। সেখানকার বেসামরিক মানুষজনের ভাগ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পর্যবেক্ষক গ্রুপগুলো।

প্রায় নয় মাস আগে, গত মার্চে রাশিয়ান সেনাবাহিনীর সহায়তায় আই এসের দখল থেকে মরু শহর পালমিরার নিয়ন্ত্রণ নিয়েছিল সিরিয়ার সরকারি বাহিনী।

সেই ঘটনাকে আই এসের বিরুদ্ধে বড় ধরণের বিজয় বলে বর্ণনা করা হয়েছিল।

পালমিরা পুনর্দখলের পর আলেপ্পো আর দামেস্কের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার দিকে অভিযান শুরু করে সিরিয়ার সরকারি বাহিনী।

এরই সুযোগে, এক সপ্তাহ আগে থেকে পালমিরায় দখলে নামে জঙ্গিরা। সংবাদদাতারা বলছেন, গোপনে সংঘবদ্ধ হয়ে সুযোগের অপেক্ষায় ছিল জঙ্গিরা আর এখন সেই সুযোগ তারা কাজে লাগিয়েছে।

তাদের অভিযানে অন্তত ৫০জন সামরিক সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে। তবে বেশিরভাগ সরকারি সৈন্য পালিয়ে গেছে।

কাছের তেল ক্ষেত্রগুলোর নিয়ন্ত্রণ আর সরবরাহ পথের উপর হওয়ার কারণে কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ পালমিরা শহরটি।

পালমিরা শহর থেকে স্থানীয় একজন বাসিন্দা জানিয়েছেন, জঙ্গিরা শহরের সব গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান নিয়েছে। তবে এখনো শহরের কেন্দ্রে সামরিক বাহিনীর সঙ্গে তাদের লড়াই চলছে।

এদিকে আলেপ্পোয় বিদ্রোহীদের ক্ষেত্রে মহত্ত্ব প্রদর্শনের জন্য সিরিয়া আর রাশিয়ান বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

আলেপ্পোর মানুষ যাতে গণহত্যার শিকার না হয়, সেজন্য মার্কিন আর রাশিয়ান সেনা বিশেষজ্ঞরা কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।-বিবিসি
১১ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে