আন্তর্জাতিক ডেস্ক: ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া (ISIS)-র সক্রিয় কর্মী হিসেবে এই প্রথম কোনও ভারতীয় মহিলা ধরা পড়ল দুবাইয়ে। ফলে, ISIS-কে আর হালকা ভাবে নিতে পারছেন না ভারতীয় গোয়েন্দারা।
সরকারের শীর্ষ একটি সূত্রের খবর, দুবাইয়ে আটককৃত ওই ভারতীয় মহিলার নাম আফশা জাবিন ওরফে নিকোল জোশেফ। ইসলামিক স্টেটের অনলাইন 'রিক্রুটার' হিসেবে কাজ করছিলেন আফশা। বৃহস্পতিবার রাতে গোয়েন্দেরা জাবিন ছাড়াও আটক করে তার স্বামী দেবেন্দার বতরা ওরফে মুস্তাফা এবং তাদের তিন কন্যাকে।
গত জানুয়ারিতে হায়দরাবাদ বিমানবন্দরে পুলিশ আটক করে সালমান মইনুদ্দিনকে। দুবাইয়ে যাওয়ার সময় ধরা পড়ে সালমান। তাকে জেরা করেই প্রথম আশফা জাবিনের কথা জানতে পারেন গোয়েন্দারা। আটকৃত ব্যক্তি জেরায় জানিয়েছিল, আইসিসে যোগ দিতে দুবাই থেকে তার সিরিয়ায় যাওয়ার কথা ছিল।
কি ভাবে ভারতীয়দের আইসিসে নিয়োগ করা হয় এবং হয়েছে, তা জানার জন্য দুবাইয়ে বসবাসরত ওই মহিলাকে জেরা করা হচ্ছে।
সূত্রের খবর, দুবাই থেকে দ্রুত যাতে আফশা জাবিনকে ভারতে আনা যায়, তার জন্য সৌদি সরকারের সঙ্গে কথা বলছে ভারত। তার আগে ওই মহিলার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করছেন ভারতীয় গোয়েন্দারা। সুত্র: এই সময়
১২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/