মঙ্গলবার, ২৩ মে, ২০১৭, ১০:৫৮:২০

শান্তি প্রতিষ্ঠার দায় ফিলিস্তিনের ঘাড়েই চাপালেন ট্রাম্প

শান্তি প্রতিষ্ঠার দায় ফিলিস্তিনের ঘাড়েই চাপালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি ভূখণ্ডে ক্রমবর্ধমান ইসরায়েলি দখলদারিত্বের মধ্যেই এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় দায় ফিলিস্তিনের ঘাড়েই চাপালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! মঙ্গলবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাতে নিজের এমন অবস্থান পরিষ্কার করেন মার্কিন প্রেসিডেন্ট।

অথচ যে বেথেলহাম নগরীতে ট্রাম্প-আব্বাসের এই বৈঠক অনুষ্ঠিত হয়, সেখানেই ট্রাম্পের সফরের আগ মুহূর্তে গুলি করে ১৫ বছরের এক ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। ওই হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পর ট্রাম্প-আব্বাস বৈঠকে ‘সন্ত্রাসীদের’ প্রতি ফিলিস্তিনি কর্তৃপক্ষের নীতির সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি ফিলিস্তিনের বিরুদ্ধে সন্ত্রাসীদের পুরস্কৃত করার অভিযোগ তোলেন।

ট্রাম্প বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানোর জন্য সন্ত্রাসী ও তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে। সহিংসতা সহ্য করা হয়, সহিংসতাকারীদের তহবিল দেওয়া হয়, তাদের পুরস্কৃত করা হয়- এমন পরিবেশে কখনও শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। তবে আমি সত্যিই আশাবাদী যে এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় আমেরিকা সহায়তা করতে পারে। ইসরায়েলের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে মাহমুদ আব্বাস প্রস্তুত রয়েছেন।

মঙ্গলবার ট্রাম্পের বেথেলহামে প্রবেশের আগে সেখানে নিহত ১৫ বছরের ওই ফিলিস্তিনি কিশোরের নাম রায়েদ আহমাদ রাঈদ। এ হত্যাকাণ্ডেও ইসরায়েলের পক্ষ থেকে বরাবরের মতোই কথিত ‘চুরিকাঘাত চেষ্টার’ অভিযোগ করা হয়েছে। ট্রাম্প-আব্বাস বৈঠকেও ট্রাম্প মূলত ইসরায়েলি বাহিনীর গতানুগতিক বক্তব্যেরই পুনরাবৃত্তি করলেন।

নির্বিচারে হত্যাকাণ্ড চালানো ইসরায়েলি বাহিনী নয়; বরং যেন হতাহতের শিকার মুক্তিকামী ফিলিস্তিনিরাই সন্ত্রাসের সূতিকাগার। এর আগে জেরুজালেমের ইসরায়েল মিউজিয়ামে ট্রাম্প বলেন, ‘আসুন আমরা মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন এবং আরও আশার সঞ্চার করতে প্রার্থনা করি।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, এখানে অনেকে একটা মিথ্য পছন্দের মধ্যে রয়েছেন। তারা বলে থাকেন, আমাদের এই অঞ্চলে হয় ইসরায়েলকে সমর্থন করতে হবে কিংবা আরব ও মুসলিমদের সমর্থন দিতে হবে। এটা পুরোপুরি ভুল। আমরা জানি, ইসরায়েলি এবং ফিলিস্তিনিরা উভয়েই তাদের সন্তানদের নিয়ে একটা আশাবাদের জায়গা খুঁজছেন। দুই পক্ষের মধ্যে শান্তি স্থাপনের ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ। উভয় পক্ষই একটা শান্তিপূর্ণ অবস্থা দেখতে চায়।

২৩ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে