সোমবার, ০৫ জুন, ২০১৭, ০৭:২৬:৫৮

সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ কাতারের

সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ কাতারের

আন্তর্জাতিক ডেস্ক: কাতারের সঙ্গে ছয় দেশের সম্পর্ক ছিন্নের জবাবে পাল্টা পদক্ষেপ ঘোষণা করেছে দোহা। সৌদি আরবের সঙ্গে সাময়িক ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় এয়ারলাইন্স কাতার এয়ারওয়েজ। অনতিবিলম্বে তা কার্যকর করার কথাও বলা হয়েছে। এর আগে সৌদি আরবের পক্ষ থেকেও কাতারের সঙ্গে বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

দোহাভিত্তিক এয়ারলাইন্সটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘গ্রিনিচ মান সময় ১১:৫৯ পর্যন্ত সৌদি আরবের সঙ্গে সব ফ্লাইট চলাচল বন্ধ রাখছে কাতার এয়ারওয়েজ।’

এক মুখপাত্র বলেন, ফ্লাইট চলাচল বন্ধের মেয়াদ আরও বাড়ানো হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

সোমবার জঙ্গিবাদে সমর্থন দেওয়ার অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশ। সৌদি আরব ও বাহরাইনের ধারাবাহিকতায় মিসর, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া এবং ইয়েমেন কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়। ইয়েমেনে কথিত সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধের আরব জোট থেকেও বাদ দেওয়া হয় কাতারকে।

সোমবার, পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে ৪৮ ঘণ্টার মধ্যে কাতারের রাজধানী দোহা থেকে কূটনৈতিক মিশন প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয় বাহরাইন। বাহরাইনে নিয়োজিত কাতারের কূটনীতিকদেরও ৪৮ ঘণ্টার মধ্যে দেশে ফেরত যাওয়ার নির্দেশ দেওয়া হয় ওই বিবৃতিতে। সংযুক্ত আরব আমিরাতও কাতারি কূটনীতিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশে ফিরে যেতে বলেছে।

মিসরের পররাষ্ট্র দফতরের বিবৃতিতে জানানো হয়, জাতীয় নিরাপত্তার সুরক্ষা নিশ্চিতে দেশটি নিজস্ব আকাশসীমা ও সমুদ্র বন্দর দিয়ে কাতারি পরিবহনের প্রবেশ বন্ধ রাখছে। সংযুক্ত আরব আমিরাতের বিমান ইতিহাদ এয়ারওয়েজ জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে কাতারের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হবে। সৌদি আরবও কাতারের সঙ্গে তাদের সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে। দুই দেশের মধ্যে আকাশ ও নৌ পথে যান চলাচলও বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

সৌদি আরবসহ কূটনৈতিক সম্পর্ক ছিন্নকারী ছয় দেশকে নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে কাতার।এই সিদ্ধান্তের নেপথ্যে আধিপত্য বিস্তারের বাসনাকে কারণ বলে দাবি করেছে তারা। একে অবিচার ও সার্বভৌমত্বের প্রতি আঘাত হিসেবে দেখছে দেশটি।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘মিথ্যা ও ভিত্তিহীন দাবিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর লক্ষ্য পরিষ্কার। তারা আমাদের উপর রাজনৈতিক আধিপত্য বিস্তার এবং খবরদারি করতে চায়। এটা কাতারের সার্বভৌমত্বের উপর আঘাত।’
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে